নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জামায়াত নেতা আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন
- আপলোড টাইম : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ, ভাংবাড়িয়া ও কুড়ুলগাছিতে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও কুড়ুলগাছি ওয়ার্ড শাখা এর আয়োজন করে।
সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে ভীতি কাটাতে প্রীতি সমাবেশ ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জামায়াত ইসলামী সদর উপজেলা শাখা সরোজগঞ্জ বাজারে এ আয়োজন করে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসাইন। মোখলেসুর রহমান লিটনের পরিচালানয় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও সাবেক আমির আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন ছব্দুল মিয়া, ডা. মনির মনির হোসেন, খবির উদ্দিন, নাসির উদ্দিন, হাওলাদার মাসুম বিল্লাহ।
আসমানখালী:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় ভাঙবাড়িয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে ভাংবাড়িয়া ঈদগাহ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য আলতাফ হোসাইন। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী আলমডাঙ্গা থানা শাখার আমির আব্বাস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে ছাত্রসমাজ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে। স্বৈরাচার শাসক দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী ছিল। আমরা এর বিচার চাই।’
কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর ২ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর উদ্যোগে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত কামনায় সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের চণ্ডিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ২ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি ইসা হক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় অতিথি থেকে বক্তব্য দেন কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিন, দামুড়হুদা থানা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম, থানা কর্মপরিষদের সদস্য আ. সাত্তার, কুড়ুলগাছি ইউনিয়নের নায়েবে আমির হাফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে এশার নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চণ্ডিপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাহাজাহান আলী। এদিকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাগফিরাত কামনায় গতকাল আছর নামাজ বাদ কুড়ুলগাছি পূর্বপাড়া (বড় জামে মসজিদ) প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রুহুল আমিনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাবলু মাস্টার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক হিসাবরক্ষক মুনসুর আলী, খলিল বদ্দী, পশু ডাক্তার শহীদুল ইসলাম, আনোয়ার কল্ল্যা, আ. সালাম, জামায়াত নেতা মিজানুর রহমান প্রমুখ।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ এশা গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জুগিন্দা জামায়াত ইসলামীর উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মো. ওয়াহিদুজ্জামান সেলিম। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মো. হাদীসুর রহমান। দোয়া মাহফিলে গ্রামের শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দোয়া মাহফিল শেষে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।