মহেশপুর থেকে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি
- আপলোড টাইম : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
মহেশপুর সীমান্ত থেকে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বুধবার মহেশপুর উপজেলার খোশালপুর মাঠ থেকে এই ভারতীয় মদ উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ৫৮ বিজিবির
সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার)
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বেশকিছু অবৈধ মালামাল বাংলাদেশে পাচার করবে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিজিবির একটি টহলদল মহেশপুর উপজেলার খোশালপুর মাঠে (সীমান্ত পিলার ৬০/৯৮-আর) অবস্থান নেয়। এ সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসেবে ৫-৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারপরও চোরাকারবারিরা এগিয়ে আসলে বিজিবির টহল দল চোরাকারবারিদের সন্নিকট লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। তখন চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হতাহতের বিষয়ে জানা যায়নি। পরে ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।