ঝিনাইদহে পুলিশকে ফুল দিয়ে জামায়াতের শুভেচ্ছা
- আপলোড টাইম : ০৯:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ৭ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের সদস্যরা কর্মস্থলে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে ৪ নম্বর হলিধানী ইউনিয়নের কাতলামারী পুলিশ ক্যাম্প চত্বরে হলিধানী ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জামায়াত ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার আমির ডা. জাকির হোসেন, সেক্রেটারি ছমিদুল ইসলাম, হলিধানী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন, হলিধানী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ইউপি সদস্য শ্রী সন্তোষ কামুর, জামায়াতের কর্মী মো. খোকনসহ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের হলিধানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বণি-আমিন, এএসআই বাহরুল ইসলাম, এএসআই ইকবাল হোসেনসহ ক্যাম্পে কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বণি-আমিন বলেন, ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকারের সূচনা হয়েছে। আমরাও নতুন রূপে সততা ও নিষ্ঠার সাথে ফিরে এসেছি। আমরা জনগণকে সততা ও নিষ্ঠার সাথে সেবা দিতে চাই। জনগণকে সাথে নিয়েই সকল ধরনের অন্যায়কে রুখে দিতে চাই।