শিরোনাম:
মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ ও মিছিল
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
দেশে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের শামসুদ্দোহা পার্ক থেকে মিছিলটি বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষক মূঈজ খন্দকার, ছাত্রদের মধ্যে হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, মো. রফিসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এসময় গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে সতর্ক করা হয়। ছাত্র-জনতাসহ সকলকে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
ট্যাগ :