আলমডাঙ্গায় দুর্বৃত্তদের আঘাতে নিহত আজিজুলের পরিবারের পাশে বিএনপি নেতা শরীফ
- আপলোড টাইম : ০৯:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় দুর্বৃত্তদের আঘাতে নিহত আজিজুল হকের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ নেতৃবৃন্দ। এসময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি নিহত আজিজুল হকের বাড়িতে যান।
এসময় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজিজুল ভাইয়ের হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। এ ব্যাপারে আমি পুলিশ সুপারের সাথে কথা বলব।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, কাজী আলী আসগর সাচ্চু, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জল, সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আলম কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, জেলা ছাত্রদলের হিমেল, আমান, সাইফ, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসান রিঙ্কু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম, পৌর সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর হাসান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শান্ত, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সম্পাদক কামাল হোসেন, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সম্পাদক পলাশ উদ্দীন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সম্পাদক লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু বক্কর সিদ্দীক, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম, ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল রহমান রেজু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুদ্দোজা মিল্টন, সম্পাদক আলাউদ্দিন, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক রাজাবুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস পাপন, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দীন, সম্পাদক শাহিনুজ্জামান, পৌর ওয়ার্ড বিএনপি নেতা রহিদুল হক, হাফিজুর রহমান চমক, আব্দুল জব্বার, মাসুদ সালেহিন লিপু, আব্দুর রশিদ মালিতা, আব্দুর রাজ্জাক, বরকত উল্লাহ, আলিমুদ্দীন, আনজান আলী প্রমুখ।
উল্লেখ্য, আলমডাঙ্গার সাদা ব্রিজ মোড় এলাকার ব্যবসায়ী বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুর রাজ্জাকের সহোদর আজিজুল হক গত ১০ আগস্ট দুর্বৃত্তদের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।