ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গা উলামা পরিষদের দোয়া ও গণসমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের দোয়া মাহফিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশ ও জাতির কল্যাণে উলামায়ে কেরামগণ যে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে, দেশ ও জাতি বহু আগে থেকেই তা উপলব্ধি করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে জাতিকে এক উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে সবসময় সতর্ক থেকেছে। উলামায়ে কেরাম সবসময় তাদের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত থাকবেন। কিন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, এই উলামারা আজও সবচাইতে অবহেলিত।’ এসময় তিনি দেশের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থব্যবস্থাসহ সকল ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানান।

জেলা উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আজিজুল্লাহ, মুফতি আলী আকবর, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, মুফতি শাহ জামাল, মুফতি আব্দুস সবুর, মাওলানা মাহবুবুর রহমান মজনু, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

পরিশেষে উক্ত গণসমাবেশের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী সারা দেশে হাফেজ আলেমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গা উলামা পরিষদের দোয়া ও গণসমাবেশ

আপলোড টাইম : ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের দোয়া মাহফিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশ ও জাতির কল্যাণে উলামায়ে কেরামগণ যে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে, দেশ ও জাতি বহু আগে থেকেই তা উপলব্ধি করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে জাতিকে এক উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে সবসময় সতর্ক থেকেছে। উলামায়ে কেরাম সবসময় তাদের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত থাকবেন। কিন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, এই উলামারা আজও সবচাইতে অবহেলিত।’ এসময় তিনি দেশের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থব্যবস্থাসহ সকল ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানান।

জেলা উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা হাফিজুর রহমান, মুফতি আজিজুল্লাহ, মুফতি আলী আকবর, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, মুফতি শাহ জামাল, মুফতি আব্দুস সবুর, মাওলানা মাহবুবুর রহমান মজনু, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

পরিশেষে উক্ত গণসমাবেশের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী সারা দেশে হাফেজ আলেমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।