পুলিশে বড় রদবদল
- আপলোড টাইম : ০৯:২৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে অন্তত ৫৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপির ১৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত আইজি মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে। মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত অন্য এক আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে।
এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কামালকে সিআইডি সদর দপ্তরে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রামের আরআরএফের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ সদর দপ্তর, এপিবিএন-৩ খুলনার অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে ডিএমপি’র যুগ্ম কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাসান মো. শওকত আলীকে ডিএমপি’র যুগ্ম কমিশনার, এপিবিএন-৭ সিলেটের অধিনায়ক ফরিদুল ইসলামকে ডিএমপি’র যুগ্ম কমিশনার ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ডিএমপি’র যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ডিএমপি’র ১৬ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মর্যাদার কর্মকর্তাকে ঢাকার বাইরে এবং ১২ জনকে ডিএমপিতে এবং ১ জনকে ডিএমপি’র অতিরিক্ত উপপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।