শিরোনাম:
আন্দুলবাড়ীয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বাজার মনিটরিং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
- আপলোড টাইম : ১২:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
‘আমরা তরুণ ছাত্রসমাজ, আমরা গড়ব রাষ্ট্র সমাজ’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বাজার মনিটরিং, দেয়াল লেখন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হয়।
এদিন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ, দোয়েল চত্বর, কাঁচাবাজার, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দেয়ালে লেখন এবং হাট-বাজারে মনিটরিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিজ নিজ জায়গা থেকে এতে অংশগ্রহণ করেন।
ট্যাগ :