দর্শনায় বিএনসিসির নাম ভাঙিয়ে টোল আদায়ের সময় দুজন আটক
- আপলোড টাইম : ১২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
দর্শনা রেলবাজারে বিএনসিসির নাম ভাঙিয়ে টোল আদায় করার সময় হাতে-নাতে একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দর্শনা আকাশ টওয়ারের সামনে প্রধান সড়কে প্রায় ১৪-১৫টি মিনি ট্রাক ও আলমসাধু দাঁড় করিয়ে বিএনসিসির নাম ভাঙিয়ে ৪০-৭০ টাকা করে চাঁদা আদায় শুরু করে দুই যুবক। এসময় স্থানীয় লোকজন দর্শনা রেলবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর কাউন্সিলর সাবির হোসেন মিকাকে জানালে নাজমুল (৪৫) ও বকুল (২৭) নামের দুই যুবকে আটক করা হয়।
এরপর দর্শনা সরকারি কলেজের বিএনসিসির প্রেট্রো লিডার মাহফুজকে বিষয়টি জানানো হয়। এসময় মাহফুজ তার সাথে থাকা বিএনসিসির সজিবুর রহমান ও সম্রাটকে সাথে নিয়ে সেখানে যান। একপর্যায়ে অভিযুক্ত নাজমুল পালিয়ে গেলেও বকুলকে আটকে রাখা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবিদ হাসান রিফাত ও অনিক ঘটনাস্থলে হাজির হন। এসময় বকুল আর চাঁদা আদায় করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।