স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল
অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করতে হবে
- আপলোড টাইম : ১১:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় শহরে মিছিল বের করেন তারা। এসময় শহীদ হাসান চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিক্ষোভে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের হয়ে দালালি শুরু করেছেন। তিনি আওয়ামী লীগকে দল গোছাতে পুনর্গঠন হওয়ার আহ্বান জানান। যা মোটেও কাম্য নয়। শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান জানানো মানে একটি রাজনৈতিক দলের হয়ে ওকালতি করা। এই অভ্যুত্থানের পর দেশের জনগণ তার এমন বক্তব্য মেনে নিবে না। তাই তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই বিক্ষোভে অংশ নেয় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা যুবদলের সভাপতি সাইফুর রশিদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রমুখ।