ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জমি দখল চেষ্টা, প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চামেলী বেগম নামের এক নারীর ওয়ারিশগত জমির দখল বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। গত শনিবার সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে চামেলী বেগমকে তার জমির দখল বুঝিয়ে দেন। এর আগে গত বুধবার চামেলী বেগম সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পে জোরপূর্বক তার জমি দখল ও মারধর চেষ্টার ঘটনায় পাঁচ মামাতো ভাইয়ের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী চামেলী বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্থানপাড়ার সাকের আলীর মেয়ে। এদিকে, অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেন। এতে চামেলী বেগম ভুক্তভোগী হওয়ার প্রমাণ পেলে সেনাসদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। জমির দখল ফিরে পেয়ে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চামেলী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, চামেলী বেগম তার মায়ের ওয়ারিশ সূত্রে ২ একর ৫৩ শতক ৩৮ পয়েন্ট জমি পেয়েছিলেন। ওই জমি তার ভোগদখলেও ছিল। কিন্তু সম্প্রতি সময়ে চামেলী বেগমের স্বজন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মেহের আলীর পাঁচ ছেলে মহাসীন (৫০), রাইজুল্লাহ (৪৮), শাহজাহান (৪৬), জিহন (৪৩), মনিরুজ্জামন মণ্টু মেম্বার (৪০) জোরপূর্বক ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে। চামেলী বেগম দখল করতে না দিলে অভিযুক্তরা তাকে মারধরের হুমকি প্রদান করে।
পরবর্তীতে চামেলীর মা উজলা বেগম নিরুপাই হয়ে মেয়ের নামে উক্ত জমির প্রাপ্ত অংশ রেজিস্ট্রি করে দেন। যার খারিজ খতিয়ান নম্বর ৭১৬। এ ঘটনার পরে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে চামেলী ও তার মা উজলা বেগমকে জমি তাদের নামে লিখে দিতে হয়রানি শুরু করে। এসময় নিরুপাই হয়ে চামেলী বেগম গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে সেনাসদস্যরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে। এবং চামেলী বেগম জমির প্রকৃত ওয়ারিশ হওয়ায় জমি তার দখলে বুঝিয়ে দেন।
ভুক্তভোগী চ্যামেলী খাতুন বলেন, আমি আমার জমির দখলে থেকে বেদখল করে দিয়েছিলো আমার চাচাতো মামারা। সীমানা পিলার, সাইবোর্ড সব তুলে দিয়েছিলো। সরকারের পদত্যাগ করা পর এমন করে তারা। তারা বলে, প্রশাসন আসবে না। আমার গলায় হেসো (দা বিশেষ) দিয়ে গলা নামিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো। আমি ২১ বছর ধরে ভুগছি। আমার বাবা বা ভাই নেই বলে অনেক মিথ্যা মামলা দিয়ে আমার জমি নেওয়ার পায়তারা করেন তারা। আমি সেনাবাহিনীকে লিখিত অভিযোগ দিলে, সেনাবাহিনী তৎক্ষণাৎ সমস্যার সমাধান করেছেন। সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেনাবাহিনী আমাদের জমি ফিরেয়ে দেয়। আমাদের দখলে দেয়।
তিনি বলেন, আমি অনেক কষ্টে দিন কাটাই। মাস্তান ভাড়া করে আমার ওপরে নির্যাতন করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। আমার গাছ কেটে নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতা সত্যিই ভোলার মতো নয়। আমি বাংলাদেশ সেনবাহিনীর কাছে কৃতজ্ঞ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জমি দখল চেষ্টা, প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিল সেনাবাহিনী

আপলোড টাইম : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় চামেলী বেগম নামের এক নারীর ওয়ারিশগত জমির দখল বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। গত শনিবার সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে চামেলী বেগমকে তার জমির দখল বুঝিয়ে দেন। এর আগে গত বুধবার চামেলী বেগম সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পে জোরপূর্বক তার জমি দখল ও মারধর চেষ্টার ঘটনায় পাঁচ মামাতো ভাইয়ের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী চামেলী বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার গোরস্থানপাড়ার সাকের আলীর মেয়ে। এদিকে, অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেন। এতে চামেলী বেগম ভুক্তভোগী হওয়ার প্রমাণ পেলে সেনাসদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। জমির দখল ফিরে পেয়ে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চামেলী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, চামেলী বেগম তার মায়ের ওয়ারিশ সূত্রে ২ একর ৫৩ শতক ৩৮ পয়েন্ট জমি পেয়েছিলেন। ওই জমি তার ভোগদখলেও ছিল। কিন্তু সম্প্রতি সময়ে চামেলী বেগমের স্বজন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মেহের আলীর পাঁচ ছেলে মহাসীন (৫০), রাইজুল্লাহ (৪৮), শাহজাহান (৪৬), জিহন (৪৩), মনিরুজ্জামন মণ্টু মেম্বার (৪০) জোরপূর্বক ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে। চামেলী বেগম দখল করতে না দিলে অভিযুক্তরা তাকে মারধরের হুমকি প্রদান করে।
পরবর্তীতে চামেলীর মা উজলা বেগম নিরুপাই হয়ে মেয়ের নামে উক্ত জমির প্রাপ্ত অংশ রেজিস্ট্রি করে দেন। যার খারিজ খতিয়ান নম্বর ৭১৬। এ ঘটনার পরে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে চামেলী ও তার মা উজলা বেগমকে জমি তাদের নামে লিখে দিতে হয়রানি শুরু করে। এসময় নিরুপাই হয়ে চামেলী বেগম গত বুধবার সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে সেনাসদস্যরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে। এবং চামেলী বেগম জমির প্রকৃত ওয়ারিশ হওয়ায় জমি তার দখলে বুঝিয়ে দেন।
ভুক্তভোগী চ্যামেলী খাতুন বলেন, আমি আমার জমির দখলে থেকে বেদখল করে দিয়েছিলো আমার চাচাতো মামারা। সীমানা পিলার, সাইবোর্ড সব তুলে দিয়েছিলো। সরকারের পদত্যাগ করা পর এমন করে তারা। তারা বলে, প্রশাসন আসবে না। আমার গলায় হেসো (দা বিশেষ) দিয়ে গলা নামিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো। আমি ২১ বছর ধরে ভুগছি। আমার বাবা বা ভাই নেই বলে অনেক মিথ্যা মামলা দিয়ে আমার জমি নেওয়ার পায়তারা করেন তারা। আমি সেনাবাহিনীকে লিখিত অভিযোগ দিলে, সেনাবাহিনী তৎক্ষণাৎ সমস্যার সমাধান করেছেন। সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেনাবাহিনী আমাদের জমি ফিরেয়ে দেয়। আমাদের দখলে দেয়।
তিনি বলেন, আমি অনেক কষ্টে দিন কাটাই। মাস্তান ভাড়া করে আমার ওপরে নির্যাতন করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। আমার গাছ কেটে নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতা সত্যিই ভোলার মতো নয়। আমি বাংলাদেশ সেনবাহিনীর কাছে কৃতজ্ঞ।