ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দেয়াল চিত্র অঙ্কন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দেয়াল লিখন এবং বিভিন্ন দেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে ফুলের বাগানসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং নতুন ভবনের দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেশের মানচিত্র ও পতাকা। চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও সংযোগসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে দেয়াল লিখন ও চিত্র অঙ্কনের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব বিশ্বাস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের পতন ঘটেছে। তারই ধারাবাহিকতায় দেশের সকল স্থানের প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে যারা ইতিপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে এবং মানুষের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছে, এমন কয়েকটি সংগঠন মিলে আমরা একসাথে কাজ করছি। আর শুধু যে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনই কাজ করছি, এমন নয়, আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ মানুষও কাজ করছেন।’

সাকিব বলেন, ‘হাসপাতালে সকল প্রকার কর্মকাণ্ড এবং দুর্নীতি রোধ করতে উপদেষ্টাসহ আমর একটা মনিটরিং টিম গঠন করেছি। সেই মনিটরিং টিমের উপদেষ্টা স্বেচ্ছাসেবকবৃন্দ প্রতি সপ্তাহে হাসপাতালে মনিটরিং কার্যক্রমগুলো করবে। সাথে হাসপাতালের উন্নয়নের স্বার্থেও তারা কাজ করবে। আমরা যারা ইতিপূর্বে স্বেচ্ছাসেবকের কাজ করেছি, তারা সবসময় প্রস্তুত আছি, চমৎকার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং চমৎকার চুয়াডাঙ্গা গড়ার স্বার্থে।’

তিনি বলেন, ‘আমরা চাই চুয়াডাঙ্গার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ আমাদের পাশে থাকেন এবং আমাদের কাজে সহযোগিতা করেন। চমৎকার চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয়ে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেগুলো প্রতিনিয়ত বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাবো। আমাদের এই সকল কাজ ধারাবাহিকভাবে চলমান থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দেয়াল চিত্র অঙ্কন

আপলোড টাইম : ০১:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, দেয়াল লিখন এবং বিভিন্ন দেয়াল চিত্র অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে ফুলের বাগানসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং নতুন ভবনের দেয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেশের মানচিত্র ও পতাকা। চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও সংযোগসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে দেয়াল লিখন ও চিত্র অঙ্কনের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব বিশ্বাস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের পতন ঘটেছে। তারই ধারাবাহিকতায় দেশের সকল স্থানের প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে যারা ইতিপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে এবং মানুষের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছে, এমন কয়েকটি সংগঠন মিলে আমরা একসাথে কাজ করছি। আর শুধু যে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনই কাজ করছি, এমন নয়, আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ মানুষও কাজ করছেন।’

সাকিব বলেন, ‘হাসপাতালে সকল প্রকার কর্মকাণ্ড এবং দুর্নীতি রোধ করতে উপদেষ্টাসহ আমর একটা মনিটরিং টিম গঠন করেছি। সেই মনিটরিং টিমের উপদেষ্টা স্বেচ্ছাসেবকবৃন্দ প্রতি সপ্তাহে হাসপাতালে মনিটরিং কার্যক্রমগুলো করবে। সাথে হাসপাতালের উন্নয়নের স্বার্থেও তারা কাজ করবে। আমরা যারা ইতিপূর্বে স্বেচ্ছাসেবকের কাজ করেছি, তারা সবসময় প্রস্তুত আছি, চমৎকার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং চমৎকার চুয়াডাঙ্গা গড়ার স্বার্থে।’

তিনি বলেন, ‘আমরা চাই চুয়াডাঙ্গার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ আমাদের পাশে থাকেন এবং আমাদের কাজে সহযোগিতা করেন। চমৎকার চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয়ে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেগুলো প্রতিনিয়ত বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাবো। আমাদের এই সকল কাজ ধারাবাহিকভাবে চলমান থাকবে।’