দামুড়হুদায় শিক্ষার্থীদের শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং
- আপলোড টাইম : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা দামুড়হুদা উপজেলা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাজার মনিটরিং ও ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দর্শনা সরকারি কলেজ, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, ফাস্ট মাল্টিমিডিয়া, রোভার স্কাউট, স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদা উপজেলার সমন্বয়ক দর্শনা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী জিতু আহসান বলেন, রোববার সকালে আমাদের শিক্ষার্থীরা দামুড়হুদা উপজেলা শহর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং কর্মসূচি পালন করে। পরে দুপুর থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনে।