সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
- আপলোড টাইম : ১২:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
দেশের চলমান পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও হামলা আতঙ্ক দূর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জেলা জামায়াত। গত শনিবার রাতে শহরের শ্রী শ্রী বড় মাঠ কালি মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আযম, সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলীম, শহর আমির হারুন আর রশিদ, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শিবির সভাপতি রাজু আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। প্রয়োজনে মন্দির বা বাসা-বাড়ি পাহারা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সনাতন ধর্মাবলম্বী কারও সাথে অন্যায় করা হলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। আলোচনা সভা শেষে গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় পঙ্গুত্ববরণকারী রিকশাচালক কান্ত দাশের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা সহযোগিতা করেন তারা।