ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন নিরাপত্তাসহ ৫ দফা দাবি
- আপলোড টাইম : ১২:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ২৩ বার পড়া হয়েছে
সংখ্যালঘু মন্ত্রণালয়, সুরক্ষা কমিটি গঠন, সংসদীয় আসন বরাদ্দসহ ৫ দফা দাবি আদায় ও নিরাপত্তার দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মধুগঞ্জ বাজারে কালীগঞ্জ সনাতনী সম্প্রদায়ের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কালীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিথি রানী ভদ্র, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খা, কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নিশীথ বরণ সাহা, সাধারণ সম্পাদক অমিলন্দন বিশ্বাস সাধনসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা, তাদের দাবি মেনে নেওয়াসহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের প্রতিবাদ জানিয়ে সকলের নিরাপত্তার দাবি জানান।