ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-মেহেরপুরে এখনও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম

ব্যবসায়ীরা নিজেরাই পাহারা দিচ্ছেন ব্যবসাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ২২ বার পড়া হয়েছে

সরকার পতনের ৭ দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পুলিশি কার্যক্রম। গতকাল রোববার রাতে সংবাদ লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোর কোথাও চোখে পড়েনি পুলিশি কার্যক্রম।

জানা যায়, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশসহ পুলিশের একাধিক ইউনিট বাইরে কোথাও কাজে বের হচ্ছে না। নিরাপ্তাহীনতাসহ ১১ দফা দবি নিয়ে এখনও আগের অবস্থানেই আছে চুয়াডাঙ্গা-মেহেরপুরের অধস্তন পুলিশ সদস্যরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এই দুই জেলার মানুষ। এ অবস্থায় ব্যবসায়ীরা নিজেরায় পাহারা দিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পতনের ওই অন্দোলনে পুলিশ সদস্যসহ শত-শত ছাত্র-জনতার মৃত্যু হয়। আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর কারণে ব্যাপকভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরে সরকার পতন হলে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। একই সাথে পুলিশ সদস্যদের হত্যা, থানায় হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়াসহ পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ অবস্থায় পুলিশ হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে গত ৬ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেয় ‘বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে পুলিশের একটি অংশ। গত বুধবার পুলিশের অধস্তন কর্মচারী ব্যানারের ওই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের অধস্তন পুলিশ সদস্যরা। তাদের ওই আন্দোলন এখনও চলমান রয়েছে। গতকাল রাত পর্যন্ত দুই জেলার প্রায় সকল থানার গেট বন্ধসহ দাপ্তরিক কাজেই সময় কাটিয়েছে পুলিশ সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী পুলিশ সদস্যরা বলেন, তারা স্ব স্ব কর্মস্থলে উপস্থিত আছেন। নিরাপত্তাহীনতা ও অধস্তন পুলিশ সদস্যদের ১১ দফা দাবি নিয়ে এখনও তাদের আন্দোলন চলমান আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা-মেহেরপুরে এখনও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম

ব্যবসায়ীরা নিজেরাই পাহারা দিচ্ছেন ব্যবসাপ্রতিষ্ঠান

আপলোড টাইম : ১২:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

সরকার পতনের ৭ দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পুলিশি কার্যক্রম। গতকাল রোববার রাতে সংবাদ লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোর কোথাও চোখে পড়েনি পুলিশি কার্যক্রম।

জানা যায়, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশসহ পুলিশের একাধিক ইউনিট বাইরে কোথাও কাজে বের হচ্ছে না। নিরাপ্তাহীনতাসহ ১১ দফা দবি নিয়ে এখনও আগের অবস্থানেই আছে চুয়াডাঙ্গা-মেহেরপুরের অধস্তন পুলিশ সদস্যরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এই দুই জেলার মানুষ। এ অবস্থায় ব্যবসায়ীরা নিজেরায় পাহারা দিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পতনের ওই অন্দোলনে পুলিশ সদস্যসহ শত-শত ছাত্র-জনতার মৃত্যু হয়। আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর কারণে ব্যাপকভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরে সরকার পতন হলে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। একই সাথে পুলিশ সদস্যদের হত্যা, থানায় হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়াসহ পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ অবস্থায় পুলিশ হত্যার বিচারসহ ১১ দফা দাবিতে গত ৬ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেয় ‘বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে পুলিশের একটি অংশ। গত বুধবার পুলিশের অধস্তন কর্মচারী ব্যানারের ওই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের অধস্তন পুলিশ সদস্যরা। তাদের ওই আন্দোলন এখনও চলমান রয়েছে। গতকাল রাত পর্যন্ত দুই জেলার প্রায় সকল থানার গেট বন্ধসহ দাপ্তরিক কাজেই সময় কাটিয়েছে পুলিশ সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী পুলিশ সদস্যরা বলেন, তারা স্ব স্ব কর্মস্থলে উপস্থিত আছেন। নিরাপত্তাহীনতা ও অধস্তন পুলিশ সদস্যদের ১১ দফা দাবি নিয়ে এখনও তাদের আন্দোলন চলমান আছে।