সেনেরেহুদায় ছাত্রসমাজের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- আপলোড টাইম : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ছাত্রসমাজের যৌথ উদ্যোগে বিভিন্ন সড়ক ও বাড়ির পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই কাজে অংশগ্রহণ করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটিসহ সর্বস্তরের ছাত্রসমাজ।
সরেজমিনে দেখা যায় যে, ছাত্ররা হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পরে সেনেরহুদা গ্রামের চারপাশে বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এছাড়া তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় শিক্ষার্থীরা জানান, তারা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এই ধরনের কার্যক্রমের মধ্যদিয়ে অন্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে।
উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই ধারাবাহিকতা বজায় রাখলে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ নির্ভয় জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ।’