ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেনেরেহুদায় ছাত্রসমাজের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ছাত্রসমাজের যৌথ উদ্যোগে বিভিন্ন সড়ক ও বাড়ির পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই কাজে অংশগ্রহণ করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটিসহ সর্বস্তরের ছাত্রসমাজ।

সরেজমিনে দেখা যায় যে, ছাত্ররা হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পরে সেনেরহুদা গ্রামের চারপাশে বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এছাড়া তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় শিক্ষার্থীরা জানান, তারা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এই ধরনের কার্যক্রমের মধ্যদিয়ে অন্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে।

উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই ধারাবাহিকতা বজায় রাখলে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ নির্ভয় জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সেনেরেহুদায় ছাত্রসমাজের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপলোড টাইম : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ছাত্রসমাজের যৌথ উদ্যোগে বিভিন্ন সড়ক ও বাড়ির পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই কাজে অংশগ্রহণ করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটিসহ সর্বস্তরের ছাত্রসমাজ।

সরেজমিনে দেখা যায় যে, ছাত্ররা হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পরে সেনেরহুদা গ্রামের চারপাশে বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এছাড়া তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এসময় শিক্ষার্থীরা জানান, তারা ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছে। এই ধরনের কার্যক্রমের মধ্যদিয়ে অন্যকে উৎসাহ প্রদান করা হচ্ছে। সেই সাথে স্থানীয়দের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে।

উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই ধারাবাহিকতা বজায় রাখলে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ নির্ভয় জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ।’