চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
সংখ্যালঘুদের ওপর হামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি
- আপলোড টাইম : ১২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
দেশব্যাপী সনাতন ধর্মাবলন্বীদের মন্দিরে হামলা, মুর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধর্ষণ ও হত্যাসহ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে চুয়াডাঙ্গা প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা তিনটায় বড়বাজার দুর্গা মন্দির থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বড়বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য দেবেন্দ্রনাথ দোবে (বাবু লাল)। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি কিশোর কুমার আগরওয়ালা, সাবেক সহসভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গার সাংগঠনিক সম্পাদক যোগেন্দ্র নাথ দোবে (হীরালাল), বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক বিউটি রানী কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান এবং এসব হামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এদিকে, আলমডাঙ্গা উপজেলা শহরের সত্যনারায়ণ মন্দিরের সামনে বৈষম্যবিরোধী হিন্দু শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা পৌর শহরের সত্যনারায়ণ মন্দিরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষ্যম্যবিরোধী হিন্দু শিক্ষার্থীদের আহ্বায়ক ঢাকা ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পালের সভাপতিত্বতে সভায় বক্তব্য দেন ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার, অংকুর, সজীব ঘোষ, তনু, রন্তু কর্মকার ধ্রুব প্রমুখ।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ৮ দফা দাবিতে আন্দোলন চলছে। যখনই কোনো সরকার বদল হয়, তখনই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সবচাইতে বেশি আমরা নির্যাতিত হয়েছি। তখন বাড়িঘরে আগুন, লুটপাট, হত্যাসহ নানা অত্যাচার হয়েছে। স্বাধীনতার এত বছর পর আবারও আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন ও লুটপাট করা হচ্ছে।
আমরা ৮ দফা দাবি দিয়েছি। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে বৈষ্যম্যবিরোধী হিন্দু শিক্ষার্থীরা ১০ সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠন করেছে। ওই কমিটির সমন্বয়ক ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পাল, ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার, অংকুর, সজীব ঘোষ, তনু ও রন্তু কর্মকার ধ্রুব।