দর্শনা থানার কার্যক্রম স্বাভাবিক করতে পুলিশের পাশে বিজিবি
আইনশৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয়
- আপলোড টাইম : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আ. সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। গতকাল শনিবার বেলা ২টায় দর্শনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে থানার প্রধান ফটকে প্রেস সভা অনুষ্ঠিত হয়।
প্রেস সভায় উপস্থিত থেকে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, দর্শনা থানা এলাকার মানুষ শান্ত স্বভাবের। এখানে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা নেই। বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ঘটেছে। তবে এগুলো আর ঘটতে দেওয়া যাবে না। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আ. সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দেশের চলমান বিশৃঙ্খলা পরিস্থিতিতে থানাগুলো বিভিন্নভাবে আক্রান্ত হয়। সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা দর্শনা থানা ও মেহেরপুরের সীমান্তবর্তী থানা মুজিবনগরের পুলিশের সাথে থানাধীন জনগণের সার্বিক নিরাপত্তা, পুলিশের মনবল জোরদার, আইনশৃঙ্খলা স্বাভাবিক করা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার সতর্কতা জারি করাসহ সর্বাত্মক সহযোগিতায়-৬ বিজিবি কাজ করবে। এমতাবস্থায় দর্শনা থানার নিরাপত্তার দায়িত্ব গতকাল থেকে আমাদের বিজিবি কাজ করছে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই থানার অভিযান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় থানাগুলো খুলে দেওয়া হচ্ছে। কয়েকদিনের ভিতরেই আমাদের পুলিশ বাহিনীকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারব। পুলিশ আগের মতো প্রশাসনিক ও অভিযানিক কার্যক্রম সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে সততার সাথে পরিচালনা করবে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শফিকুল ইসলামসহ বিজিবি সদস্য, আনসার সদস্য ও পুলিশের সদস্যরা।