বিজিবির সহযোগিতায় চালু মহেশপুর থানার কার্যক্রম শুরু
- আপলোড টাইম : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম বিজিবির সহযোগিতায় সীমিত আকারে চালু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিজিবি অফিসাররা থানার সকল পুলিশ অফিসার ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহিদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান ও মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহিদ জানান, সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বিজিবির অবজারভেশন পোস্ট রয়েছে। সেখান থেকে মানুষকে সচেতন করা, তাদের যেকোনো সমস্যায় সহযোগিতা করা হচ্ছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, এখন স্বল্প পরিসরে চালু করা হলো। তাদের দাবি মানা হলে দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন। সেক্ষেত্রে জনগণের ভোগান্তি সম্পূর্ণরূপে লাঘব হবে।