মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইসকন মন্দির পরিদর্শন ও সহযোগিতা
- আপলোড টাইম : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের ইসকন মন্দির পরিদর্শন করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ইসকন মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করে। এসময় ভিন্ন ধর্মাবলম্বীদের বসতবাড়ি এবং বিরোধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। তিনি বিএনপির নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মন্দির রক্ষার আহ্বান জানান।
পরিদর্শনকালে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাদ্দাম, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট খোকন আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট তুহিন ইসকন মন্দিরের পুরোহিত সুমোহনের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন। তারা সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।