চুয়াডাঙ্গায় ট্রাফিকের দায়িত্বে যুব রেডক্রিসেন্ট সদস্যরা
- আপলোড টাইম : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা। গতকাল শনিবার থেকে চুয়াডাঙ্গা শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে যুব সদস্যরা দায়িত্ব পালন করেন। জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার স্বাক্ষরিত একপত্রে এ নির্দেশনা দিয়েছেন। যুব সদস্যদের কার্যক্রম তদারকি করেন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, এম এম শাহজাহান মুকুল ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় জনস্বার্থে সারাদেশের গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদানের করার লক্ষ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করছে। এসময় সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা যুব রেডক্রিসেন্ট সদস্য, রোভার স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন সদস্য ও ভিজে স্কুলের ছাত্ররা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা সকলের জন্য ছাতা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। যুব রেডক্রিসেন্টের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম নিরাপত্তা দায়িত্বেও সহযোগিতা করছেন। আজ রোববারও যুব রেডক্রিসেন্ট সদস্যরা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বড়বাজার, কোর্ট মোড়, একাডেমি মোড, রেল গেট ও সদর হাসাপাতাল মোড়ে দায়িত্ব পালন করবেন।