ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চুয়াডাঙ্গা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ১০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরে সৌন্দর্য্য বর্ধনের কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনব্যাপী এসব কর্মকাণ্ড করেন শিক্ষার্থীরা। জানা যায়, চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃক্ষরোপণ, সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও শহীদদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ পুনর্গঠনের শপথ নেয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুন্দর নির্মল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করে তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী তানজিয়া তাসমীম চাঁদনীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে শিক্ষার্থীরা শহীদ মিনারে দাঁড়িয়ে দেশের কাজে নিজেদের চিরকাল নিয়োজিত রাখার শপথ নেন। এরপর তারা শহীদ মিনার চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে সদর হাসপাতাল চত্বরে যান। ঘণ্টাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শেষে বৃক্ষরোপণ করেন।

তানজিয়া তাসমীম চাঁদনী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করি। তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা দেশে সংস্কারে অংশ নিয়েছি। আমাদের প্রাথমিক কর্মসূচি হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন মেডিকেল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আমরা সকলকে সঙ্গে নিয়ে দেশের জন্য যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চাই। সুন্দর দেশ হিসেবে বাংলাদেশেকে এগিয়ে নিতে চাই সামনের দিকে। আমাদের কর্মসূচি আমাগীতেও চলমান থাকবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন উম্মে ফারিয়া রহমান, উম্মে আতিয়া ঝুমা ও কানিজ ফাতেমা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চুয়াডাঙ্গা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ

আপলোড টাইম : ০৮:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা শহরে সৌন্দর্য্য বর্ধনের কাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনব্যাপী এসব কর্মকাণ্ড করেন শিক্ষার্থীরা। জানা যায়, চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃক্ষরোপণ, সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও শহীদদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ পুনর্গঠনের শপথ নেয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুন্দর নির্মল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করে তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী তানজিয়া তাসমীম চাঁদনীর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে শিক্ষার্থীরা শহীদ মিনারে দাঁড়িয়ে দেশের কাজে নিজেদের চিরকাল নিয়োজিত রাখার শপথ নেন। এরপর তারা শহীদ মিনার চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে সদর হাসপাতাল চত্বরে যান। ঘণ্টাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শেষে বৃক্ষরোপণ করেন।

তানজিয়া তাসমীম চাঁদনী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করি। তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা দেশে সংস্কারে অংশ নিয়েছি। আমাদের প্রাথমিক কর্মসূচি হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন মেডিকেল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আমরা সকলকে সঙ্গে নিয়ে দেশের জন্য যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চাই। সুন্দর দেশ হিসেবে বাংলাদেশেকে এগিয়ে নিতে চাই সামনের দিকে। আমাদের কর্মসূচি আমাগীতেও চলমান থাকবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন উম্মে ফারিয়া রহমান, উম্মে আতিয়া ঝুমা ও কানিজ ফাতেমা।