ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা ও দর্শনায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা বাবু খান

যারা বিশৃঙ্খলা করবে, তাদের ধরিয়ে দিতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার পৃথক সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার দামুড়হুদা চৌরাস্তা মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে মাহমুদ হাসান খান বাবু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে মারধর, ভাঙচুর, জ্বালাও-পোড়াও থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সোচ্চার হোন। কোথাও এমন ঘটনা ঘটতে দেখলে তা প্রতিহত করুন। আর আপনাদের মধ্যে যদি কেউ ভাঙচুরে অংশ নেন, তবে এর দ্বায়ভার দল নিবে না। স্বৈরাচারী খুনি হাসিনার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা হয়েছে। এখন দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’ এছাড়াও তিনি দলের সকল নেতা-কর্মীকে সুশৃঙ্খলভাবে চলাচল করা নির্দেশনা প্রদান করেন।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সেলিম উদ্দিন, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুবদল নেতা মাহফুজুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল হোসেন, সদস্যসচিব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, বিএনপি নেতা জামাল, সোনা, আলিম মেম্বার হামিদ মেম্বার, বিল্লাল হোসেন আলিফ খান, দেলোয়ার হোসেন, আশরাফুল, আজাদ, জাহাঙ্গীর, বকুল, সেলিম উদ্দিন, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

দর্শনা:
‘জিয়ার আদর্শের বিপরীত কাজ করে বেড়ান, আর পরিচয় দেন ‘আমরা জিয়ার সৈনিক, শহীদ জিয়ার সৈনিক’। জিয়ার সৈনিক হওয়া এত সহজ নয়। প্রতিটা ধাপে ধাপে ঈমানদারী, সততা ও কঠোর পরিশ্রমের পরীক্ষা দেয়ার পর জিয়ার সৈনিক হওয়া যায়।’ গতকাল বুধবার হঠাৎ এক ঝটিকা সফরে দর্শনা অডিটরিয়ামে দর্শনা থানা বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
তিনি বলেন, ‘আগে যেসব ঘটনা ঘটেছে, তা নিয়ে আমার কথা নেই। তবে এখন থেকে যদি জনসাধারণে কোনো জান-মাল লুট বা অগ্নিসংযোগ করা হয়, তাহলে কোনো ছাড় নেই। এটা হবে সগিরা গুনাহ্। যার কোনো মাপ নেই। বেঈমানী করা, বিশৃঙ্খলা করা, এলাকার সংখ্যালঘু জনসাধারণের ওপর হামলা ও জান-মালে ক্ষতি সাধন করা হয়, তার কোনো ক্ষমা নেই। এসবের বিরুদ্ধে অবস্থান করতে হবে। যারা লুটপাট করেছেন, তাদের সেই মালামাল ফেরত দিতে হবে। যারা বিশৃঙ্খলা করবে, তাদের ধরিয়ে দিতে হবে। প্রয়োজনে ছবি তুলে আমার কাছে পাঠাবেন। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে বিএনপি নেতা-কর্মীরা যারা নির্যাতিত হয়েছে। শত শত ছাত্র-জনতা জেল-জুলুম, খুন-গুমের শিকার হয়েছে। আমরা ধৈর্য্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ জিয়ার আর্দশ নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে কাজ করে যাবো।’
দর্শনা থানা বিএনপির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সমন্বয়কারী সদস্য ইকবাল হোসেন, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, সমন্বয়কারী সদস্য নাহারুল ইসলাম, এরামুল হক শাহ মুকুল, নাসীর উদ্দিন খেদু ও লুৎফর রহমান।
দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলে আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, থানা যুবদলে যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সমন্বয়কারী সদস্য মোমিনুল ইসলাম, তোতা, কৃষক দলের সভাপতি আশরাফুল হক, শরীফ উদ্দিন, জালাল উদ্দিন ও নুর আলম মজনু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ও দর্শনায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা বাবু খান

যারা বিশৃঙ্খলা করবে, তাদের ধরিয়ে দিতে হবে

আপলোড টাইম : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার পৃথক সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার দামুড়হুদা চৌরাস্তা মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে মাহমুদ হাসান খান বাবু নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে মারধর, ভাঙচুর, জ্বালাও-পোড়াও থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সোচ্চার হোন। কোথাও এমন ঘটনা ঘটতে দেখলে তা প্রতিহত করুন। আর আপনাদের মধ্যে যদি কেউ ভাঙচুরে অংশ নেন, তবে এর দ্বায়ভার দল নিবে না। স্বৈরাচারী খুনি হাসিনার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা হয়েছে। এখন দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’ এছাড়াও তিনি দলের সকল নেতা-কর্মীকে সুশৃঙ্খলভাবে চলাচল করা নির্দেশনা প্রদান করেন।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সেলিম উদ্দিন, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, যুবদল নেতা মাহফুজুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল হোসেন, সদস্যসচিব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, বিএনপি নেতা জামাল, সোনা, আলিম মেম্বার হামিদ মেম্বার, বিল্লাল হোসেন আলিফ খান, দেলোয়ার হোসেন, আশরাফুল, আজাদ, জাহাঙ্গীর, বকুল, সেলিম উদ্দিন, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ।

দর্শনা:
‘জিয়ার আদর্শের বিপরীত কাজ করে বেড়ান, আর পরিচয় দেন ‘আমরা জিয়ার সৈনিক, শহীদ জিয়ার সৈনিক’। জিয়ার সৈনিক হওয়া এত সহজ নয়। প্রতিটা ধাপে ধাপে ঈমানদারী, সততা ও কঠোর পরিশ্রমের পরীক্ষা দেয়ার পর জিয়ার সৈনিক হওয়া যায়।’ গতকাল বুধবার হঠাৎ এক ঝটিকা সফরে দর্শনা অডিটরিয়ামে দর্শনা থানা বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
তিনি বলেন, ‘আগে যেসব ঘটনা ঘটেছে, তা নিয়ে আমার কথা নেই। তবে এখন থেকে যদি জনসাধারণে কোনো জান-মাল লুট বা অগ্নিসংযোগ করা হয়, তাহলে কোনো ছাড় নেই। এটা হবে সগিরা গুনাহ্। যার কোনো মাপ নেই। বেঈমানী করা, বিশৃঙ্খলা করা, এলাকার সংখ্যালঘু জনসাধারণের ওপর হামলা ও জান-মালে ক্ষতি সাধন করা হয়, তার কোনো ক্ষমা নেই। এসবের বিরুদ্ধে অবস্থান করতে হবে। যারা লুটপাট করেছেন, তাদের সেই মালামাল ফেরত দিতে হবে। যারা বিশৃঙ্খলা করবে, তাদের ধরিয়ে দিতে হবে। প্রয়োজনে ছবি তুলে আমার কাছে পাঠাবেন। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে বিএনপি নেতা-কর্মীরা যারা নির্যাতিত হয়েছে। শত শত ছাত্র-জনতা জেল-জুলুম, খুন-গুমের শিকার হয়েছে। আমরা ধৈর্য্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ জিয়ার আর্দশ নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে কাজ করে যাবো।’
দর্শনা থানা বিএনপির সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সমন্বয়কারী সদস্য ইকবাল হোসেন, দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, সমন্বয়কারী সদস্য নাহারুল ইসলাম, এরামুল হক শাহ মুকুল, নাসীর উদ্দিন খেদু ও লুৎফর রহমান।
দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলে আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, থানা যুবদলে যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সমন্বয়কারী সদস্য মোমিনুল ইসলাম, তোতা, কৃষক দলের সভাপতি আশরাফুল হক, শরীফ উদ্দিন, জালাল উদ্দিন ও নুর আলম মজনু।