দর্শনার বিভিন্ন সড়ক পরিষ্কার করছে শিক্ষার্থীরা
- আপলোড টাইম : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার দেশত্যাগের পর বিক্ষুদ্ধ জনতা দর্শনার বিভিন্ন সড়কে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দর্শনায় শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা-মুজিবনগর সড়ক স্বাভাবিক রাখতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত ও উচ্ছিষ্ট পরিষ্কারে উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
তারা দর্শনা সড়কের আকাশ টাওয়ারের সামনে, পূর্বাশা কাউন্টার, দর্শনা পুরাতন বাজার ও দর্শনা থানার সামনের সড়ক পরিষ্কার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দর্শনার সমন্বয়ক আবিদ হাসান রিফাত, সাদমান সাকিব ও অনিক এ কর্মসূচির নেতৃত্ব দেন। এতে অংশ নেন লিজা, মিতু, মোহিনী, শান্ত, ইসমাইল, তপু, সোহন, ইমন ও কাফি।
এসময় আবিদ হাসান রিফাত বলেন, ‘আমরা কোটা আনন্দোলনে সাথে যেমন ছিলাম, একইভাবে দেশের সকল জরুরি সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবো।’ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক মাসুম বিল্লাহ, আওয়াল হোসেন ও ইকরামুল হক পিপুল। এছাড়ও শিক্ষার্থীদের মাস্ক দিয়ে সহযোগিতা করেন শিক্ষক জুয়েল ও রাজা।