শিরোনাম:
১১ দফা দাবিতে ঝিনাইদহ পুলিশের বিক্ষোভ
হানাহানি লুটপাট ও আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ পুলিশ লাইনসে ১১ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইনসে কর্মরত তিন শতাধিক পুলিশ সদস্য। এতে পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি করেন তারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।
ট্যাগ :