মেহেরপুরে জামিনে মুক্ত হলেন বিএনপির ১৮ নেতা-কর্মী
- আপলোড টাইম : ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
নাশকতার মামলায় ১২ দিন কারাবরণ শেষে মেহেরপুর কারাগার থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার বেলা ৩টার দিকে মেহেরপুর আদালত থেকে তারা জামিন পান। জামিনে মুক্ত হওয়া নেতা-কর্মীরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর সদর উপজেলা যুবদলের সভাপতি লিয়াকত আলী, জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট ১৮ জন নেতা-কর্মী।
এর আগে গত ২৬ জুলাই সকালে গাংনী থানা পুলিশের একটি দল গাংনী হাসপাতাল বাজারে বাবলুর নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। লিয়াকত আলী গ্রেপ্তার হন বাড়াদী থেকে। এছাড়া জামিনপ্রাপ্ত অন্যান্য আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীরা গতকাল দুইটায় আদালত চলাকালীন সময়ে জামিনের আবেদন করলে, আদালত তাদের সকলের জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে, বিএনপিসহ সকল নেতা-কর্মীদের জামিনের কথা শুনে জেল গেটে ভিড় জমান বিএনপির অসংখ্য নেতা-কর্মী। কারামুক্ত হলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কারামুক্তদের বরণ করতে জেল গেটে উপস্থিত হন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আলম, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ। পরে অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা কারামুক্তদের নিয়ে মোটরসাইকেল শোডাউন বের করে।