ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার আসর নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে গোলাম ফারুক জোয়ার্দ্দারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাড়িতে মরদেহ নেয়া হয়। সেখানে মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা।

আগের দিন মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাজার করার জন্য পায়ে হেঁটে মোমিনপুর বাজারে যাচ্ছিলেন গোলাম ফারুক জোয়ার্দ্দার। বাজারে পৌঁছানোর পরই দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। রক্তাক্ত হয়ে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করে। তবে এর আগেই তিনি মারা যান। এসময় তার মরদেহ মোমিনপুরের বাড়িতে নেয়া হয়। খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত মানুষ তার বাড়িতে উপস্থিত হয়। পরে রাত ১০টার দিকে নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুপুরে গোলাম ফারুক জোয়ার্দ্দারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত করে জানানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুকের দাফন সম্পন্ন

আপলোড টাইম : ১০:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার আসর নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে গোলাম ফারুক জোয়ার্দ্দারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাড়িতে মরদেহ নেয়া হয়। সেখানে মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা।

আগের দিন মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাজার করার জন্য পায়ে হেঁটে মোমিনপুর বাজারে যাচ্ছিলেন গোলাম ফারুক জোয়ার্দ্দার। বাজারে পৌঁছানোর পরই দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। রক্তাক্ত হয়ে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করে। তবে এর আগেই তিনি মারা যান। এসময় তার মরদেহ মোমিনপুরের বাড়িতে নেয়া হয়। খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত মানুষ তার বাড়িতে উপস্থিত হয়। পরে রাত ১০টার দিকে নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুপুরে গোলাম ফারুক জোয়ার্দ্দারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত করে জানানো হবে।