চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতা মিছিল ও সমাবেশ
শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গাবাসীর পাশে থাকার অঙ্গীকার
- আপলোড টাইম : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার ব্যানারে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। মিছিলটিতে শিক্ষার্থীরা ‘হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’ এরকম বিভিন্ন স্লোগান দিয়ে পুরো চুয়াডাঙ্গা শহরকে প্রকম্পিত করে তোলে। দীর্ঘ সারির এই মিছিলের প্রথম দিকে আন্দোলনে অংশ নিয়ে নিপীড়নের শিকার হওয়া শিক্ষার্থীরা ছিলেন। মাঝখান থেকে নেতৃত্ব দেন জেলার সমন্বয়করা।
মিছিলটি শহরের কলেজ রোড, কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড হয়ে বড় বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আনন্দ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানাভাবে নিপীড়নের শিকার হওয়া এবং কারাবরণকারী শিক্ষার্থীরা বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, ‘নানাভাবে আমাদের ওপর অত্যাচার করা হয়েছে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ গোয়েন্দার লোক মানসিক নির্যাতন করেছে। আওয়ামী লীগের নেতারা প্রাণনাশের হুমকি দিয়েছে। চুয়াডাঙ্গাতে মানববন্ধন করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। ভয়াবহ অত্যাচারের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, চাইনিজ দা দিয়ে কোপ দেয়া হয়েছে।’
মিথ্যা মামলা থেকে অব্যহতি দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের উপরে সবরকম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় আমাদের উঠিয়ে জেল খাটিয়েছে। এখনো আমরা কেউ কেউ জামিনে আছি। আমরা এই হয়রানি থেকে পুরোপুরি মুক্তি চাই। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’ জেলায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা চুয়াডাঙ্গাবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসলাম অর্ক, রনি আলম, সাফফাতুল ইসলাম, আহত সিরাজাম মুনিরা, কারাবরণকারী শিক্ষার্থীরা, শাহরিয়ার প্রান্ত প্রমুখ।