আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলে ছাত্রদলের মতবিনিময়
- আপলোড টাইম : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 115.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতারা মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া আশরফিয়া আলিম মাদ্রাসা, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তারা।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দরবেশ মোল্লা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পল্লব খান প্রমুখ। এসময় তারা শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সকল প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলেন।