মেহেরপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের আনন্দ মিছিল
- আপলোড টাইম : ১১:০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনার নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম খান, মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দিন, খোকন, আজম, মিজান, বিপুল, তুহিন, মাসুদ, রজব, আব্দুস সালাম, শরিফুল ইসলাম, রিপন, আসাদুল, এরশাদ, সোহেল, জাকির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা বলেন, দেশ এক মহাসংকটের মধ্যদিয়ে অতিবাহিত হতে চলেছিল। এদেশে ন্যূনতম কোনো গণতন্ত্রের অধিকারী ছিল না। স্বৈরাচারী সরকার বিদায় হওয়াতে আর কোনো শ্রমিককে অন্যায়ভাবে জেলে যেতে হবে না। অন্তত দুমুঠো ডাল-ভাত খেয়ে রাতে নিজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে।