ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনার চলে যাওয়ার খবরে গাংনীতে সমাবেশ ও বিজয় মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবং আহতদের সুস্থতা কামনা করেন। যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তির দাবি করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
এছাড়া জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন এবং যত মামলা হয়েছে, তা প্রত্যাহার করে সকলের মুক্তির দাবিও জানান তারা।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল, মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল

আপলোড টাইম : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনার চলে যাওয়ার খবরে গাংনীতে সমাবেশ ও বিজয় মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবং আহতদের সুস্থতা কামনা করেন। যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তির দাবি করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
এছাড়া জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছেন এবং যত মামলা হয়েছে, তা প্রত্যাহার করে সকলের মুক্তির দাবিও জানান তারা।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদলের আহ্বায়ক মালেক হোসেন চপল, মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।