শিরোনাম:
কুড়ুলগাছিতে জামায়াতের উদ্যোগে আনন্দ মিছিল ও দোয়া
প্রতিবেদক, কুড়ুলগাছি:
- আপলোড টাইম : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করায় দামুড়হুদায় আনন্দ মিছিল ও আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াত। গতকাল মঙ্গলবার আসর নামাজের পর কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির সদেকিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কুড়ুলগাছি পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুড়ুলগাছি বাজারে গিয়ে শেষ হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আলী হুসাইন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নেতা মাজহারুল ইসলাম, মাওলানা শাহাজাহান আলী, মাওলানা হাফিজুর রহমান, সরফরাজ উদ্দীন, হাফেজ জিয়াউর রহমান (মুহুরি) এবং ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।
ট্যাগ :