চুয়াডাঙ্গায় কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা
- আপলোড টাইম : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ৩৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জামিনে মুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের একাধিক বিচারক তাদের আবেদন শুনানির পর জামিন মঞ্জুর করেন।
দলীয় সূত্র জানায়, নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, নাশকতা, সরকারি কাজে বাঁধাদানের অভিযোগ আনা হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্তির পর দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে, নেতা-কর্মীদের জামিনের খবরে গতকাল মঙ্গলবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা কারাগারের সামনে ভিড় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। এরপর আদালত থেকে জামিন আদেশ কারাগারে আসার পর কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করেন কারাগারে আটক নেতা-কর্মীরা। তারা কারাগার থেকে বের হয়ে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা জেল রোড। এরপর তারা আনন্দ মিছিল নিয়ে মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীদের নিয়ে শহরে প্রদক্ষিণ করে।