চুয়াডাঙ্গা জেলাবাসীর উদ্দেশ্যে জেলা বিএনপি আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের যৌথ বিবৃতি
- আপলোড টাইম : ০৫:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ৪৮ বার পড়া হয়েছে
প্রিয় চুয়াডাঙ্গা জেলাবাসী,
আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। সবমিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতি ও দেশ আজকে মুক্তি পেল। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চায় আমাদের ছাত্রসমাজকে। যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে ও শত রকম জুলুম-অত্যাচার সহ্য করে সাধারণ জনতাকে সাথে নিয়ে তীব্র গণঅভুত্থ্যান সফল করেছেন। তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার, খুনী হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। এখন আপনারা শান্তিপূর্ণভাবে বিজয় উদ্যাপন করুন। কোনো প্রতিহিংসা, সহিংসতা বা ধ্বংসযজ্ঞ নয়। আপনারা ধৈর্য্যধারণ করে সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করতে হবে। খুনী হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সজাগ হতে হবে। হাসিনা পালিয়ে গেলেও তাদের দলের প্রেতাত্মারা এখনো দেশে ঘাপটি মেরে আছে। তারা যেকোনো ধ্বংসযজ্ঞ ও সহিংসতা করতে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাতে পারে, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে। তাই আমাদেরকেই এ বিষয়ে সতর্ক থেকে তাদেরকে প্রতিহত করতে হবে।আমি আমার নেতা-কর্মীদের আহ্বান জানায়, আসুন আমরা একটা বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে, আবার সেটা যাতে অন্যদিকে প্রবাহিত না হয়, সে জন্য নিজেরা সংযমের পরিচয় দিই। ক্ষোভ, ঘৃণা এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে আমরা যাতে আক্রমণ না করি। কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বেগম খালেদা জিয়া আপনাদের কাছে সেই আহ্বান জানিয়েছেন যে, ধৈর্য্যধারন করুন, শান্ত হন। দেশ ও জাতিকে রক্ষা করুন।