জীবননগরে লোকমোর্চার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬
- / ৪৮৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে লোকমোর্চার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে লোকমোর্চার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারন সম্পাদক এম আর বাবু, সহ-সম্পাদক জাহিদ বাবু, জীবননগর ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া সমন্বয় কারী বজলুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার রেজাউল হক, নুরুজ্জামান, জিয়াউর রহমান, সহ উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, জসিম উদ্দিন, হাসানুজ্জামান টোকিওমহিলা নেত্রী রেনুকা, চামেলী প্রমুখ।