ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত

দামুড়হুদার কানাইডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জের

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১০:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে


দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১২ জন জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতরা হলেন- কানাইডাঙ্গা গ্রামের কলিম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫), মৃত আবু বক্করের ছেলে মিরাজুল (২৮), মৃত জান মোহাম্মদের ছেলে সিদ্দিক আলী (৫৯), উমর আলী (৫৫), জালাল বিশ্বাসের ছেলে আব্দুল মান্নান (৩৫), মৃত মাহাবুব বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৩৪), মৃত আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (৩৫), একই গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে গাফফার আলী (৬৫), মৃত এলাহী মন্ডলের ছেলে হায়াত আলী (৫০) ও শুকুর আলী (৫৫), মৃত বাহার মন্ডলের ছেলে রজব আলী (৫৫) ও মৃত আয়ুব মন্ডলের ছেলে রুহুল আমীন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইডাঙ্গা গ্রামে মৃত দিন মোহাম্মদের ছেলে গাফফার আলী ও তার পক্ষের লোকজনের ভোগ দখলে থাকা একটি কৃষিজমি নিয়ে ৭ বছর পূর্বে আদালতে একটি দেওয়ানি মামলা করেন কলিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামসহ তার পক্ষের লোকজন। দখলে থাকায় গত চার দিন পূর্বে উক্ত জমিতে ধানের চারা রোপণ করেন গাফফার আলী। গতকাল সকাল ৯টার দিকে কামরুল ইসলামসহ তার পক্ষের লোকজন উক্ত জমিতে উপস্থিত হয়ে সমস্ত চারা তুলে ফেলে দেয়। খবর পেয়ে গাফফার আলী ও তার পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কামরুল ইসলাম পক্ষের ওপর অতর্কিত হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১২ জন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা শঙ্কাজনক হওয়ায় আহতদের মধ্যে মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করবে বলে জানায়।
ঘটনার বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত

দামুড়হুদার কানাইডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জের

আপলোড টাইম : ১০:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪


দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১২ জন জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতরা হলেন- কানাইডাঙ্গা গ্রামের কলিম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫), মৃত আবু বক্করের ছেলে মিরাজুল (২৮), মৃত জান মোহাম্মদের ছেলে সিদ্দিক আলী (৫৯), উমর আলী (৫৫), জালাল বিশ্বাসের ছেলে আব্দুল মান্নান (৩৫), মৃত মাহাবুব বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৩৪), মৃত আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমান (৩৫), একই গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে গাফফার আলী (৬৫), মৃত এলাহী মন্ডলের ছেলে হায়াত আলী (৫০) ও শুকুর আলী (৫৫), মৃত বাহার মন্ডলের ছেলে রজব আলী (৫৫) ও মৃত আয়ুব মন্ডলের ছেলে রুহুল আমীন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইডাঙ্গা গ্রামে মৃত দিন মোহাম্মদের ছেলে গাফফার আলী ও তার পক্ষের লোকজনের ভোগ দখলে থাকা একটি কৃষিজমি নিয়ে ৭ বছর পূর্বে আদালতে একটি দেওয়ানি মামলা করেন কলিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামসহ তার পক্ষের লোকজন। দখলে থাকায় গত চার দিন পূর্বে উক্ত জমিতে ধানের চারা রোপণ করেন গাফফার আলী। গতকাল সকাল ৯টার দিকে কামরুল ইসলামসহ তার পক্ষের লোকজন উক্ত জমিতে উপস্থিত হয়ে সমস্ত চারা তুলে ফেলে দেয়। খবর পেয়ে গাফফার আলী ও তার পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কামরুল ইসলাম পক্ষের ওপর অতর্কিত হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১২ জন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা শঙ্কাজনক হওয়ায় আহতদের মধ্যে মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করবে বলে জানায়।
ঘটনার বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। তবে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।