আলমডাঙ্গায় পল্লী চিকিৎসক মোজামের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- আপলোড টাইম : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ২৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার পল্লী চিকিৎসক মোজাম্মেল হক মোজাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৬৫ বছর। এদিকে, গতকাল শনিবার সকাল ৮টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তাঁর লাশের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর নিজ গ্রাম মল্লিকপুরে দ্বিতীয় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ডে বাস পল্লী চিকিৎসক মোজাম্মেল হক মোজামের। তিনি দীর্ঘদি ধরে হার্টের অসুখে ভুগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলি আকবার আকু, বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।
তার জানাজা ও দাফনকার্যে অংশ নেন সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারাদী ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারেস উদ্দিন, আইয়ুব আলি, এ কে আজাদ পাপ্পু প্রমুখ।