জীবননগর দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া
বারবার নির্বাচন বন্ধ হয়ে যাওয়ায় আগ্রহ নেই ব্যবসায়ীদের
- আপলোড টাইম : ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচনকে ঘিরে পৌর শহরের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন মানে পৌর কর্তৃপক্ষের টাকা হাতিয়ে নেওয়ার একটা সু-কৌশল। আবার কেউ কেউ বলছেন, ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের নামে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে তামাশা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ নেই।
জানা গেছে, গত ২৫ বছর যাবৎ জীবননগর দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির কোনো নির্বাচন হয়নি। পরবর্তীতে ২০১৪ সালে বাজারের বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ী উদ্যোগ নিয়ে দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করতে সচেষ্ট হন। সে সময় এক ব্যবসায়ী কোর্টে মামলা করায় নির্বাচন বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাজারের বেশ কিছু ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল ব্যক্তিসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই সময় বাজার কমিটির নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উৎসব বিরাজ করে। ওই সময় সদস্য হতে হলে ৫০ টাকা সদস্য ফি’সহ হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে বলে শর্ত দেয়া হয়। শর্ত অনুযায়ী জীবননগর বাজারের ২ হাজার ১৬০ জন সদস্যের নামের তালিকা তৈরি হয়। তালিকা শেষে ওয়ার্ড ভাগ করে নির্বাচনের তারিখ দেওয়া হয় এবং অনেকে পোস্টার, বিলবোর্ডসহ নির্বাচনী গণসংযোগ করেন ব্যবসায়ীরা। কিন্তু যে কোনো কারণবসত নির্বাচনটি বন্ধ হয়ে যায়।
এদিকে, গত কয়েকদিন ধরে দৌলৎগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে বিলবোর্ড টাঙাতে শুরু করেছেন অনেক ব্যবসায়ী। তবে তারা বলছেন, আদৌ কি নিবাচন হবে? না এবারও লোক দেখানো, তা বলা যাচ্ছে না।
জীবননগর বাজারের পরিচিত মুদি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ‘গতবার বাজার কমিটির নির্বাচনে সদস্য হওয়ার জন্য টাকা দিয়েছিলাম এবং সমস্ত কাগজপত্র নবায়ন করেছিলাম। কিন্তু নির্বাচনটা বন্ধ হয়ে গিয়েছিল। কী কারণে বন্ধ হয়েছিল, সেটা আমরা জানি না। তবে বাজার ব্যবস্থাপনায় একটি কমিটি থাকা খুব দরকার।’
ওষুধ ব্যবসায়ী মাজেদুল ইসলাম মিল্টন বলেন, ‘জীবননগর বাজারটি পুরাতন, বাজারের আশপাশের ছোটখাটো বাজারগুলোতে কমিটি আছে। কিন্তু এত বড় হয়েও দৌলৎগঞ্জ বাজারের কোনো কমিটি নেই, যা মেনে নেওয়ার মতো না। বাজারে চুরি হচ্ছে কেউ দেখার নেই, কেউ বলার নেই। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাজারে স্বচ্ছ একটি কমিটি গঠন করা হোক।’
বাজারের ভূষিমাল ব্যবসায়ী ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু বলেন, ‘২০২১ সালে বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে একটি উৎসব ছিল। সেটা কী কারণে বন্ধ হয়ে গেল, এটা আমার জানা নেই।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে বাজার কমিটি গঠিত হবে।
জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গত নির্বাচনে সভাপতি প্রার্থী সাংবাদিক এম আর বাবু বলেন, ‘২০১৪ সালে জীবননগর বাজার কমিটি গঠন করতে গিয়ে একটি মামলার কারণে নির্বাচনটি আর হয়নি। পরবর্তীতে ২০২১ সালে আবারও বাজার কমিটির নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে সেবারও নির্বাচন বন্ধ হয়ে যায়। আবার দেখছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন দেখা যাক এবার নির্বাচনে কী হয়।’
জীবননগর দৌলৎগঞ্জ বাজারের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলার একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার বলেন, ‘বাজার কমিটির নির্বাচন উপলক্ষে ২০২১ সালে আমাদের বেশ কয়েকজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবারও দায়িত্ব দিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখন নির্বাচন দেওয়া না দেওয়া প্রশাসনের ব্যাপার।’
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ বলেন, জীবননগর বাজার কমিটির নির্বাচন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যদি কোনো জটিলতা না হয়, তাহলে সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।