কুড়ুলগাছিতে তিন দিনের বৃষ্টিতে বেড়েছে বিলের পানি
তলিয়ে গেছে ধানখেত, দুশ্চিন্তায় চাষিরা- আপলোড টাইম : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.36916667, 0.36916667); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (23, -1); aec_lux: 131.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
দামুড়হুদার কুড়ুলগাছিতে তিন দিনের বৃষ্টিতে বিলের পানি বৃদ্ধি পাওয়ায় রোপনকৃত বিআর-১১ জাতের প্রায় ৫০ হেক্টর জমির ধানখেত পানিতে তলিয়ে গেছে। এতে রোপনকৃত ধানের চারা পঁচে নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। গতকাল শনিবার বিকেলে সরেজমিন উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি, বুইচিতলা, ফুলবাড়ি ঠাকুরপুর মাঠ ও কুড়ুলগাছির লক্ষীচারা, কানজিয়ালা, চিতলা ও গবরা বিলের কয়েকশ একর জমিতে রোপন করা ধানের চারা পানিতে তলিয়ে গেছে।
ভুক্তভোগী চাষিরা জানান, কয়েকদিনের বৃষ্টিতে হঠাৎ পানি বাড়ায় ধানের জমি তলিয়ে গেছে। পানি যদি আরও কয়েকদিন স্থায়ী হয়, তাহলে জমিতে রোপনকৃত ধানের চারা পঁচে নষ্ট হয়ে যাবে। এতে নতুন করে চারা রোপন করাও সম্ভব হবে না। এতে সব কৃষকেরা ক্ষতির সম্মুখীন হবেন।
কুড়ুলগাছি গ্রামের ভুক্তভোগী কৃষক পলাশ। তিনি বলেন, ‘এ বছর তিন বিঘা জমিতে বিআর-১১ ধানের চারা রোপন করেছিলাম। কিন্তু পানি বাড়ায় ধানের জমি পানিতে তলিয়ে গেছে। প্রতি একর জমিতে ধান রোপন করতে কৃষকের ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। পানি এসে সব শেষ করে দিলো। যদি পানি তা কমে তবে সব চাষিকেই ক্ষতির সম্মুখীন হতে হবে।’ দামুড়হুদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়ুলগাছি ইউনিয়নের ১৬ শ হেক্টর জমিতে বিআর-১১ ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল।