সরোজগঞ্জে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে আহত ২
- আপলোড টাইম : ০৯:১৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ১১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মাছের পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সরোজগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালক ও আরোহীসহ দুজন জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত রজব আলীর ছেলে আলী আজগার (৬০) ও জাফরপুর গ্রামের চাঁদ আলীর ছেলে ইজিবাইক চালক মোমিন হোসন (৩৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরের ঝিনাইদহ থেকে ছেড়ে আসা মাছভর্তি একটি পিকআপ মেহেরপুরের যাচ্ছিলো। পথে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে একটি ছাগল পিকআপটির সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালকসহ দুজন জখম হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জখম গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আলী আজগারকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে হেফাজতে নেয় সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ।