কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন
- আপলোড টাইম : ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা মধ্যদিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। অ্যাড. মোখলেসের নেতৃত্বে একটি প্যানেল ও হাবিবুর রহমান রুবেলের নেতৃত্বে অন্য একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বিকেলে ভোট গণনার পর জাহাঙ্গীর হোসেন ১৩৩ ভোট, রুহুল আমিন ১২৪, সুজা উদ্দিন ১২৪, সেলিমুজ্জান ১১৭ ও মোছা. রেহেনা খাতুন ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রুবেলের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব ১০৫, টিপু সুলতান ১০১,আব্দুল্লাহ আল মামুন ৯৯, আকরামুল হক ৯৬ ও মোছা. রোজিনা খাতুন ১০২ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। নির্বাচনের পর হাবিবুর রহমানের মামাতো ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল আহমেদকে বেধড়ক মারপিট করা হয়েছে বলে অভিযোগ গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে নির্বাচন চলাকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন পরিদর্শন করেন।