অলমডাঙ্গায় আগস্টে বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ১২:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৫৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫, ৮ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামিম সুলতান, উপজেলা তথ্য অফিসার স্নিগ্ধা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এম মাহমুদ শাহরিয়ার, পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম বেলু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি হাফেজ ওমর ফারুক, হারদী হাসপাতালের শিশুবিষয়ক কর্মকর্তা হিরোজ কবির প্রমুখ।
সভায় ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের বিষয়ে সার্বিক আলোচনা ও উপ-কমিটি গঠন করা হয়।