গাংনীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
- আপলোড টাইম : ১২:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৯৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আসমাউল হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গ্রামের একটি পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আসমাউলের লাশ উদ্ধার করে। সে গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে সমবয়সী ৮-৯ জনের সঙ্গে আসমাউল গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে গোসল ও খেলা শেষে আসমাউল ডাঙ্গায় উঠতে গেলে ডুবে যায়। এসময় তার বন্ধুরা স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও গাংনী থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় আসমাউলকে উদ্ধার করে। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।