ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শাকার উদ্দিনের ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বিভিন্ন মহলে শোক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাকার উদ্দিন মণ্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
এদিকে, গতকাল দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে শাকার উদ্দিন মণ্ডলের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।


জানা যায়, শাকার উদ্দিন মন্ডল স্ট্রোকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। সকালে মরহুমের লাশ নিজ গ্রামে পৌঁছায়। গতকাল বাদ যোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুযক্তিযোদ্ধা শাকার উদ্দিন মন্ডলের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শাকার উদ্দিনের ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বিভিন্ন মহলে শোক

আপলোড টাইম : ০৫:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাকার উদ্দিন মণ্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
এদিকে, গতকাল দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে শাকার উদ্দিন মণ্ডলের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।


জানা যায়, শাকার উদ্দিন মন্ডল স্ট্রোকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। সকালে মরহুমের লাশ নিজ গ্রামে পৌঁছায়। গতকাল বাদ যোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুযক্তিযোদ্ধা শাকার উদ্দিন মন্ডলের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।