আলমডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান
- আপলোড টাইম : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়নে আমেরিকাস্থ আলমডাঙ্গা উপজেলা সমিতি ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। গত ২১ জুলাই আমেরিকায় আলমডাঙ্গা উপজেলা সমিতির মাসিক পিকনিকে উপস্থিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের হাতে প্রবাসীরা ২৫০ ডলার তুলে দেন।
ওই সহায়তার টাকা গতকাল রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টুর নিকট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন, রুনু খন্দকার, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহাবুল ইসলাম, তানভির সোহেল, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি, সমাজকল্যাণ সম্পাদক গোলাম সরোয়ার সদু, আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল, জুয়েল রানা, রানা আহমেদ, খলিলুজ্জামান, নাশির উদ্দিন প্রমুখ। তারা সকলে আমেরিকা আলমডাঙ্গা উপজেলা সমিতির সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রসঙ্গত, এর আগে গত ২ জুন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও তার স্ত্রী আমেরিকা প্রবাসী মেয়ে-জামাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দুই মাস তিনি আমেরিকায় অবস্থান করেন। অবস্থানকালে তিনি ওই দেশে বসবাসরত আলমডাঙ্গার প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ২১ জুলাই আলমডাঙ্গা উপজেলা সমিতির উদ্যোগে মাসিক পিকনিকে যোগদান করেন তিনি। ওই পিকনিকে প্রবাসীরা আলমডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিকের খোঁজখবর নেন। এবং প্রেসক্লাবের উন্নয়নের জন্য তারা ৩০ হাজার (আমেরিকান ২৫০) ডলার সহায়তা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমের নিকট প্রদান করেন।
ওই সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সুমন, সহসভাপতি জগলুল ইসলাম টপি, আজিমুদ্দিন, এম. এ মান্নান রতন জমিদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ প্রমুখ। টানা প্রায় ২ মাস ভ্রমণ শেষে গত ২৪ জুলাই খন্দকার হামিদুল ইসলাম আজম বাংলাদেশে ফেরেন। আলমডাঙ্গায় পৌঁছে গতকাল সকালে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সহযোগিতার ৩০ হাজার টাকা তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে।