ইপেপার । আজ শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মেহেরপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে পুকুরে মাছ চুরি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ১৫৯ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে একটি পুকুর থেকে দিন-দুপুরে পুকুরের পাহারাদারকে তাড়িয়ে দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর শহরের মাঠপাড়ার মো. মসলেম আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম ও মো. হজরত আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন লিজ নিয়ে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি ১০ বিঘা পুকুরে মাছ চাষ করছিলেন। সেই থেকেই মো. রাকিবুল ইসলাম মাছ চাষ করে আসছেন আর মো. দেলোয়ার হোসেন দেখাশোনার কাজ করতেন।

গত বুধবার দিনদুপুরে মো. দেলোয়ার হোসেন ৫-৬ জন দুর্বৃত্ত নিয়ে সেই পুকুরে পাহারাদারকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে জাল দিয়ে রুই, কাতলা, মৃগেল, সিলভার, পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যায়। চুরির পর অভিযুক্ত ভুক্তভোগীর সাথে দেখা করতে এসে ৫ লাখ টাকা চাঁদাও দাবি করে বলে জানান তিনি।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা দুজনে মিলে পুকুরটি লিজ নিয়েছিলাম। দীর্ঘ ৬ বছর আমরা মাছ চাষ করে আসছি। হঠাৎ রাকিবুল ওই পুকুরের ওপর হাঁস চাষ শুরু করে আমাকে বাদ দিয়ে। এইসময় রাকিবুল ইসলাম বলে, পুকুর আমি একা একা চাষ করব। তখন আমি বলি তাহলে আমার পাওনা টাকা দিয়ে দেন। রাকিবুল দিতে অস্বীকার করে যার জন্য আমি থানায় জিডি ও কোর্টে মামলা করেছি।’

এই বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কণি মিয়া বলেন, অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে পুকুরে মাছ চুরি!

আপলোড টাইম : ০৯:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে একটি পুকুর থেকে দিন-দুপুরে পুকুরের পাহারাদারকে তাড়িয়ে দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর শহরের মাঠপাড়ার মো. মসলেম আলীর ছেলে মো. রাকিবুল ইসলাম ও মো. হজরত আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন লিজ নিয়ে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি ১০ বিঘা পুকুরে মাছ চাষ করছিলেন। সেই থেকেই মো. রাকিবুল ইসলাম মাছ চাষ করে আসছেন আর মো. দেলোয়ার হোসেন দেখাশোনার কাজ করতেন।

গত বুধবার দিনদুপুরে মো. দেলোয়ার হোসেন ৫-৬ জন দুর্বৃত্ত নিয়ে সেই পুকুরে পাহারাদারকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে জাল দিয়ে রুই, কাতলা, মৃগেল, সিলভার, পাঙ্গাসসহ বিভিন্ন জাতের মাছ চুরি করে নিয়ে যায়। চুরির পর অভিযুক্ত ভুক্তভোগীর সাথে দেখা করতে এসে ৫ লাখ টাকা চাঁদাও দাবি করে বলে জানান তিনি।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা দুজনে মিলে পুকুরটি লিজ নিয়েছিলাম। দীর্ঘ ৬ বছর আমরা মাছ চাষ করে আসছি। হঠাৎ রাকিবুল ওই পুকুরের ওপর হাঁস চাষ শুরু করে আমাকে বাদ দিয়ে। এইসময় রাকিবুল ইসলাম বলে, পুকুর আমি একা একা চাষ করব। তখন আমি বলি তাহলে আমার পাওনা টাকা দিয়ে দেন। রাকিবুল দিতে অস্বীকার করে যার জন্য আমি থানায় জিডি ও কোর্টে মামলা করেছি।’

এই বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কণি মিয়া বলেন, অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।