চুয়াডাঙ্গা জেলায় আজ ১৬ ঘণ্টার কারফিউ শিথিল
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলবে : ডিসি ড. কিসিঞ্জার চাকমা
- আপলোড টাইম : ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১০৯ বার পড়া হয়েছে
চলমান কারফিউয়ে আজকে চুয়াডাঙ্গাবাসী আরও এক ঘণ্টা বেশি সময় পাচ্ছে। দেশে কারফিউ জারির আজ নবম দিনে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকছে চুয়াডাঙ্গা জেলায়। আজ রোববার চুয়াডাঙ্গায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করেছেন চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এর আগে গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এই শিথিল সময়ে চুয়াডাঙ্গা আবার আগের রূপে ফিরেছে। কারফিউ জারির নবম দিন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবেই জেলাবাসী কারফিউ বা সান্ধ্য আইন পালন করছেন।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা যায়, কারফিউ শিথিলের সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের রূপ আগের মতো প্রায় স্বাভাবিক হয়েছে। শহরের শহিদ আবুল কাশেম সড়ক, কোর্ট মোড়, কেদারগঞ্জ নতুন বাজার, রেল বাজার, শহিদ আলাউল ইসলাম সড়কের বেশিরভাগ দোকানপাট খুলেছে। সাধারণ মানুষ আগের মতো কেনাকাটাও করেছেন। এই সময়ে শহরের বড় বাজার মুদি এবং কাঁচা সবজির দোকানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বড় বাজার থেকে ইজিবাইক, পাখিভ্যান ও লেগুনায় কিছুটা যান চলাচল হয়। তবে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
কারফিউ শিথিলের সময় বৃদ্ধি পাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি কমতে শুরু করেছে। মোবাইল ডাটা বাদে ব্রডব্যান্ড ইন্টারনেট ছেড়ে দেয়ায় অনেক সমস্যার সমাধান হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো না চলায় অনেকটা ভোগান্তি আছে। তবুও জেলার সচেতন মহলের মানুষ বলছেন, পুরোপুরি কারফিউ তুলে দিলে পরিস্থিতি ভালো হবে। সাধারণ মানুষ বিনা উদ্বেগে নিজ নিজ কাজ করতে পারবেন।
চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আজ রোববার চুয়াডাঙ্গায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।