চিত্রগ্রাহকের ক্যামেরা নিয়ে শিম্পাঞ্জির কাণ্ড!
- আপলোড টাইম : ০১:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১০২ বার পড়া হয়েছে
ফ্রান্সের জনপ্রিয় চিত্রগ্রাহক জেসি পিয়েরি যখন মধ্য আফ্রিকার ক্যামেরুনে একটি অভয়ারণ্যে শিম্পাঞ্জির ছবি তুলছিলেন, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। পিয়েরির ক্যামেরা দেখে শিম্পাঞ্জিটি তার কাছে ছুটে আসে এবং ক্যামেরাটি নিয়ে নেয়। কিন্তু আক্রমণ করার বদলে, শিম্পাঞ্জিটি ক্যামেরার স্ক্রিনে আঙুল দিয়ে ছবি দেখতে শুরু করে। জেসি পিয়েরি এই মজার মুহূর্তটি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, শিম্পাঞ্জিটি পিয়েরির ডিএসএল ক্যামেরা হাতে নিয়ে ছবি দেখছে। পিয়েরি ভিডিওর ক্যাপশনে জানান, শিম্পাঞ্জিটির নাম চোস্সা এবং তার বয়স মাত্র তিন বছর। চোস্সা ক্যামেরুনের একটি অভয়ারণ্যে থাকে এবং অত্যন্ত ধূর্ত স্বভাবের। পিয়েরির ইনস্টাগ্রামে ছয় লক্ষেরও বেশি অনুসারী রয়েছে এবং ভিডিওটি পোস্ট করার পর এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ভিডিওটি প্রমাণ করে যে, প্রাণীদের আচরণ কখনও কখনও আমাদের অবাক করে দিতে পারে।