চুয়াডাঙ্গায় বাকপ্রতিবন্ধীকে বলাৎকারের অভিযোগে একজন গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৪:১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় এক বাকপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে হাতিকাটা আবাসন এলাকার হামিদকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে হাতিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হামিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকার তালতলা আবাসনের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ওই বাকপ্রতিবন্ধী যুবক সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এসময় হামিদ ওই যুবককে কৌশলে হাতিকাটা আবাসন এলাকার একটি খালি ঘরে নিয়ে যায়। পরে তাকে বলাৎকার করেন। এসময় ওই যুবক চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় হামিদ পালিয়ে যান। লোক-লজ্জার ভয়ে গত দুই দিন চুপ থাকলেও পরে ওই বাক প্রতিবন্ধী যুবকের বাবা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই আদালতে সোপর্দ করা হয়।
হামিদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ জানায়, অভিযোগের পরপরই সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।